গিরগিটির চোখে
মোহাম্মদ শহীদুল্লাহ
6/4/2021
^^^^^^^^^^^
মাটিটা সহসা কেঁপে উঠেছে
ভূমিকম্প নাড়িয়ে দিচ্ছে পদতল
গিরগিটির চোখটার আগুনদৃষ্টি
সোনালী ধানের শীষগুলো ঝলসে দিল
আমার সামনে আপাতত অভুক্ত দিনকাল
শ্রাবণের খরতর অকূল দরিয়ার আকুল সুখ
শোনেনা বৈঠার ছলাৎছল
নাচেনা ময়ূরপঙ্খীমন
কেবল কালোমেঘের হুংকারে
দুমরে মুচড়ে যায় ঘর
ধেয়ে আসা সর্বনাশ
ক্ষতবিক্ষত শরীরের রক্ত নেবে চুষে
নাঙ্গা তলোয়ারে ছিন্নভিন্ন নক্ষত্রেরা
ছিটকে পড়ে আছে
কবিতার স্ফুরিত হাসি নেই
অখন্ড আবেশের রশি ছিল ঢিলেঢালা সব
গুপ্তবীজি অংকুরের মতোই বিমুখ সকালের আঁচলটা
রক্তাভ হয়ে উঠছে এবার
কান্নাভারী হৃদয়ে ফুটন্ত অনির্বাণ আরেকটা আগুন
জ্বলে ওঠার অপেক্ষায়
মোহাম্মদ শহীদুল্লাহ