কেউ একজনকে ভালোবাসি খুবই। সে ও আমাই প্রচন্ড ভালোবাসে। আমাদের ব্যার্থতা শুধুই নিজের ধর্মে। ধর্মকে অতিক্রম করার ক্ষমতা কারোইই নেই। আমরা এইভাবেই হয়তো চিরকালই ভালোবেসে যাবো। হয়তো শেষ নিশ্বাস পর্যন্ত। একদিন আমার মৃত্যুর গন্ধ যখন বাতাসে ভাসবে তখন হয়তো কেউ একজন বলে উঠবেন। মরলো কিভাবে?! আমার জানাযা শেষ কেউ একজন হয়তো বলবেন মানুষটা কেমন ছিলো! বাড়ির বড় ছেলে। মা বাবার দিকে আত্নীয়স্বজনের দিকে চেয়ে থেকেই সব ভালোবাসার বিষর্জন দিতে হয়! সেটার মূল্য
Facebook Comments Box
Arfatul abedin Rashik